• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আম্পান: বাগেরহাটে বাড়ছে নদীর পানি, ঝুঁকিতে বেড়িবাঁধ

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ মে ২০২০, ১৪:৪৯
Ampan River water rising Bagerhat, embankment risk
বাগেরহাটের বিভিন্ন স্থানের বেড়িবাঁধ ঝুঁকিতে। ছবি: আরটিভি অনলাইন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সকাল থেকে বৈরি আবহাওয়া বিরাজ করছে বাগেরহাটে। থেমে থেমে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। ক্রমেই বেড়ে চলেছে বাতাসের তীব্রতা। নদ-নদীতে জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাল অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগি একাকার দুই কিলোমিটার বেড়িবাঁধ খুবই ঝুঁকিপূর্ণ। জোয়ারে বলেশ্বর নদীর পানি বেড়ে ইতিমধ্যে এই এলাকা দিয়ে পানি উপচে পড়ছে। এতে কমপক্ষে ১০টি গ্রামের মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় মোজাম্মেল হক জানান, ‘বেড়িবাঁধ না থাকায় বিগত দিনে সিডর ও আইলায় এই অঞ্চলের মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। এই বাঁধ ভেঙে গেলে আমাদের গ্রামসহ কমপক্ষে ১০টি গ্রাম ভেসে যাবে। ঘূর্ণিঝড় আম্পানের ধেয়ে আসার খবরে এলাকার মানুষের মাঝে ভয়ের সৃষ্টি হয়েছে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন জানান, সাউথখালী ইউনিয়নের বগি এলাকার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের স্থানে কাজ চলছে। পরিস্থিতি আগের থেকে অনুকূলে রয়েছে।