• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আম্পান: পটুয়াখালীর পাঁচটি গ্রাম প্লাবিত

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ মে ২০২০, ১৩:৫৯
Ampan Five villages Patuakhali flooded
বাঁধ ভেঙে গ্রামে পানি ঢুকছে

প্রবল ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পটুয়াখালীর কমপক্ষে পাঁচটি গ্রাম বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। সাগরের পানির বাঁধ ভেঙে পটুয়াখালীর রাঙ্গাবালী, গলাচিপার গোলখালী ও বাউফলে ঢুকে পড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, রাঙ্গাবালী উপজেলার মাঝের চর, চর আন্ডা, চর মোন্তাজ, চালিতাবুনিয়াসহ পাঁচটি গ্রাম আম্পানের প্রভাবে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে।

বেড়িবাঁধের ওপর দিয়ে জোয়ারের পানি প্রবেশ করায় সেসব এলাকার পানিবন্দি মানুষদের নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করছে রাঙ্গাবালী উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান বলেন, ‘চর মোন্তাজ ও চর আন্ডার পানিবন্দিদের ট্রলার করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।’