• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ মে ২০২০, ১২:০৬
Corona Dhaka is homebound
ছবি সংগৃহীত

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরাঞ্চলমুখী যান ও মানুষের ভিড় বাড়ছে।

নানা কৌশলে ঈদে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল ভাড়া করে ও পায়ে হেঁটেই বাড়ি ফিরতে শুরু করেছেন তারা। অনেকেই আবার বাড়ি ফিরছেন ব্যক্তিগত গাড়িতে।

সকালে সড়কটিতে পরিবহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বারার সঙ্গে সঙ্গে তা ব্যাপকভাবে বেড়ে গেছে। টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট থাকলেও এসব পরিবহনগুলো নানা কৌশল অবলম্বন করে যাত্রী তুলে নিচ্ছে।

মির্জাপুর ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বলেন, মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকলেও হঠাৎ অন্যান্য যানবাহনের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে।

উত্তরাঞ্চলগামী প্রাইভেটকার বা মাইক্রোবাসের চালকরা সদুত্তর না দিতে পারলে তাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে। উত্তরাঞ্চলমুখী মানুষের অনেক ভিড়। অনেকে পায়ে হেঁটে যাচ্ছেন। করোনা দুর্যোগে সাধারণ মানুষকে সতর্ক করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
X
Fresh