logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২০, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ১৫৪১ জন শনাক্ত, মৃত্যু ২২ জন, সুস্থ হয়েছেন ৩৪৬ জন, ৪৮টি ল্যাবে ৮০১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, শনাক্তের হার ১৯ দশমিক ২২ শতাংশ: স্বাস্থ্য অধিদপ্তর

মানিকগঞ্জে ৩ স্বাস্থ্যকর্মীসহ আরও ৭ জন করোনায় আক্রান্ত 

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
|  ১৯ মে ২০২০, ২০:৩৩ | আপডেট : ২০ মে ২০২০, ১৪:৫৩
মানিকগঞ্জে ৩ স্বাস্থ্যকর্মীসহ আরও ৭জন করোনায় আক্রান্ত 
ফাইল ছবি
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩ স্বাস্থ্যকর্মীসহ আরও সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫৬ জন। 

আজ মঙ্গলবার (১৯ মে) বিকেলে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত সাতজনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ১ জন নারী পরিবার কল্যাণ পরিদর্শক, ঘিওর উপজেলার একজন স্বাস্থ্য পরিদর্শকসহ ২ জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ওয়ার্ড বয়সহ ৩ জন এবং হরিরামপুর উপজেলার রয়েছেন ১ জন। 

সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত সবার বাড়ি লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হবে।  

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৬০টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরমধ্যে ৭ জনের করোনা পজিটিভ আসে। এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৪৯৯ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। মোট আক্রান্ত ৫৬ জনের মধ্যে ২৫ জন সুস্থ হয়েছেন এবং অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

এসএস

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৮২৯২ ৭৯২৫ ৫৪৪
বিশ্ব ৫৬৪১২০৫ ২৪০৭০২৩ ৩৪৯৭০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়