• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে ৩ স্বাস্থ্যকর্মীসহ আরও ৭ জন করোনায় আক্রান্ত 

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ১৯ মে ২০২০, ২০:৩৩
মানিকগঞ্জে ৩ স্বাস্থ্যকর্মীসহ আরও ৭জন করোনায় আক্রান্ত 
ফাইল ছবি

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩ স্বাস্থ্যকর্মীসহ আরও সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫৬ জন।

আজ মঙ্গলবার (১৯ মে) বিকেলে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত সাতজনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ১ জন নারী পরিবার কল্যাণ পরিদর্শক, ঘিওর উপজেলার একজন স্বাস্থ্য পরিদর্শকসহ ২ জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ওয়ার্ড বয়সহ ৩ জন এবং হরিরামপুর উপজেলার রয়েছেন ১ জন।

সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত সবার বাড়ি লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হবে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৬০টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরমধ্যে ৭ জনের করোনা পজিটিভ আসে। এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৪৯৯ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। মোট আক্রান্ত ৫৬ জনের মধ্যে ২৫ জন সুস্থ হয়েছেন এবং অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
বর্ষবরণ উদযাপন করল হরিরামপুর বন্ধুমঞ্চ  
মানিকগঞ্জে গঙ্গাস্নানে পুণ্যার্থীদের ঢল
X
Fresh