• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

পঞ্চগড়ে বুধবার থেকে আবারও মার্কেট বন্ধ ঘোষণা

পঞ্চগড় সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ১৯ মে ২০২০, ২০:১০
Panchagarh announced the closure of the market again from Wednesday
পঞ্চগড়ে আবারও মার্কেট বন্ধ ঘোষণা

স্বাস্থ্য বিধি না মানায় আগামীকাল বুধবার (২০ মে) সকাল ১০ টা থেকে আবারও পঞ্চগড়ের সব ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নিদেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১৯ মে) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক জরুরি বৈঠকে করোনার বিস্তার ঠেকাতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে সীমিত আকারে মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু ক্রেতা ও বিক্রেতারা নির্দেশন না মানায় আজ ব্যবসায়ীদের সঙ্গে জরুরি বৈঠকে আবারও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। করোনার বিস্তার রোধে আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে পঞ্চগড়ের ৫ উপজেলার সকল প্রকার কাপড়, কসমেটিক্স ও জুতার দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে তবে নিত্য প্রয়োজনীয় দোকান পাট খোলা রাখা হবে।

এদিকে আজ মঙ্গলবার সকালে প্রথম পঞ্চগড়ের বোদা উপজেলায় ৬৫ বছরের এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। জেলায় মোট করোনা আক্রান্ত ২৪ জন। সুস্থ হয়েছে ৮ জন।