• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আম্পান মোকাবিলায় ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি, ২৭৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

ঝালকাঠি প্রতিনিধি

  ১৯ মে ২০২০, ১৯:৩৯
The district administration of Jhalokati has made extensive preparations to deal with cyclone 'Ampan'
আশ্রয়কেন্দ্র।

ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায় ব্যাপক প্রস্ততি নিয়েছে ঝালকাঠির জেলা প্রশাসন। সুগন্ধা ও বিষখালী নদী বেষ্টিত এ জেলার মানুষ আম্পান মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন। তবে বিষখালী নদীর বেড়িবাঁধ না থাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন নদী তীরের মানুষ।

সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। এদিকে মানুষের নিরাপত্তার জন্য জেলার ২৭৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় নদী বেষ্টিত উপকূলীয় জেলা ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই সতর্ক থাকার আহ্বান জেলা প্রশাসক মো. জোহর আলী।

ইতোমধ্যে জেলার চার উপজেলায় ২৭৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এই কেন্দ্রগুলোতে ৮২ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। সুগন্ধা ও বিষখালী নদী তীরের মানুষকে আবহাওয়ার সংকেত অনুযায়ী নিরাপদে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুদ রাখা হয়েছে।