মেয়র হলেন ড. ওয়াজেদের ভাতিজা
রংপুরের নবগঠিত পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ভাতিজা আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম।
নির্বাচন কমিশনের ফলাফলে নৌকা প্রতিকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ৭ হাজার ২৬৮ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়দুর রহমান নারিকেল গাছ প্রতীক নিয়ে পান এক হাজার ৪২১ ভোট।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়। এতে মেয়র পদে চার, সাধারণ কাউন্সিলর পদে ৪৭ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ সহ মোট ৬১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।