• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাগেরহাটে আরও দুই জন করোনাভাইরাসে আক্রান্ত

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ মে ২০২০, ১১:২৯
Corona Bagerhat Khulna
ফাইল ছবি

বাগেরহাটে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। যার মধ্যে দুইজন মারা গেছেন। সোমবার রাতে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকার এক যুবক (২৮) চট্টগ্রাম থেকে গেল ১৬ মে বাড়িতে আসেন। পরের দিন স্থানীয় স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায়।

অপর আক্রান্ত রামপাল উপজেলার বাবুরহাট এলাকার এক গৃহবধূ (২০) ঢাকা থেকে স্বামী ও সন্তানের সন্তানের জ্বর নিয়ে গেল ১৬ মে বাড়িতে আসেন। পরের দিন স্থানীয় স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায়। ওই গৃহবধূর স্বামী ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। সোমবার (১৮ মে) সন্ধ্যায় আইইডিসিআর থেকে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে এই দুইজনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ বলে জানানো হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে তীব্র তাপদাহ, জনজীবনে স্থবিরতা
সিজারের সময় গৃহবধূর মৃত্যু, জীবিত নবজাতক
বিয়েতে রাজি না হওয়ায় বরের দুলাভাইকে হত্যা
বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি, বজ্রপাতে নিহত ১
X
Fresh