• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পিরোজপুরে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ মে ২০২০, ০৮:৫২
করোনা নারী মৃত্যু
ছবি সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে হোম কোয়ারেন্টিনে থাকা ৭০ বছর বয়স্ক এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর বাড়ি জেলার সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের কুমারচিরা গ্রামে।

গতকাল সোমবার রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের বালিবাবলা গ্রামে তার ভগ্নিপতির বাড়িতে মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলে বারী জানান, ওই নারী গ্রামের তার ভগ্নিপতির বাড়িতে গেল এক মাস আগে বেড়াতে আসেন। কিন্তু ঢাকা থেকে আসা তার বোনের মেয়ে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হওয়ায় গেল শনিবার ওই বাড়ি লকডাউন করা হয়।

ঘরে থাকা ওই নারীর সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়। পাশাপাশি তার ডায়েরিয়া শুরু হয়। এ খবর শুনে সঙ্গে সঙ্গেই হাসপাতালের তিন সদস্যের একটি চিকিৎসক দল ওই নারীর চিকিৎসার জন্য সেখানে পাঠানো হয়। অবস্থায় অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানোর প্রস্তুতির সময় রাতে তার মৃত্যু হয়।

ওই নারীকে চিকিৎসা দিতে যাওয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভ ওঝা জানান, হোম কোয়ারেন্টিনে থাকা ওই নারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই বাড়ির সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়েই চলছে নারী নির্যাতন
বাসের ধাক্কায় ফেরিতে থাকা ৪ মোটরসাইকেল নদীতে
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
X
Fresh