• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যাত্রী ও যানবাহনের চাপ : শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০২০, ২০:৫৭
Ferry service Shimulia-Kanthalbari route stopped
শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি ঘাটে মানুষের উপচে পড়া ভিড়। ছবি: আরটিভি অনলাইন

ঢাকা ছাড়া ঘরমুখি যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার (১৮ মে) মন্ত্রণালয় ও প্রশাসনের নির্দেশনায় বিকেল সোয়া ৩টা থেকে এ রুটের সব ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) মো. শফিকুল ইসলাম।

ফলে দক্ষিণবঙ্গের ২১ জেলাসহ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানীসহ বিভিন্ন জেলা। এতে নানা ভাবে শিমুলিয়া ঘাটে আসা ঘরমুখি যাত্রীরা পড়েছেন বিপাকে।

তিনি আরও জানান, ঘরমুখি মানুষ ও যানবাহনের বাড়তি চাপ থাকায় করোনার ঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

এদিকে শিমুলিয়া ঘাটের পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক ছোট বড় গাড়ি।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল কবীর জানান, ঢাকা-মাওয়া সড়কের বিভিন্ন স্থানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ফিরিয়ে দিচ্ছিল। এরপরও বিভিন্ন পথ দিয়ে আসা যাত্রীদের পাশাপাশি প্রচুর গাড়িও আসতে শুরু করে শিমুলিয়া ঘাটে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
৭ ঘণ্টা পর দৌলতদিয়া নৌরুটে ফেরি চালাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
১০ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক 
X
Fresh