• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আম্পান: বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

  ১৮ মে ২০২০, ১৮:১৯
Ampan Unloading goods outside  port closed
ফাইল ছবি

ঘূর্ণিঝড় আম্পানের কারণে সাগর উত্তাল হয়ে ওঠায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজে পণ্য খালাস বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি সব জাহাজকে নিরাপদ জায়গায় যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফলে বেশিরভাগ জাহাজ নিরাপদ অবস্থানে চলে যাচ্ছে। আবহাওয়া অধিদফতর সতর্ক সংকেত বাড়ালে সেগুলোও গভীর সাগরে চলে যাবে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, আবহাওয়া অধিদপ্তর ৬ নম্বর বিপদ সংকেত দেখানোয় বন্দরে ‘অ্যালার্ট-৩’ জারি করা হয়েছে। এর ফলে বহির্নোঙরে থাকা সব জাহাজকে সরে যেতে বলা হয়েছে।

এছাড়া বন্দরের জেটিতে থাকা জাহাজগুলোকেও গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বন্দরে থাকা সকল যন্ত্রপাতি শক্ত করে বেঁধে রাখার কাজও শুরু হয়েছে বলে জানান তিনি।

আবহাওয়া অধিদফতর সতর্ক সংকেত বাড়ালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ইতোমধ্যে জরুরি তথ্য আদান-প্রদানের জন্য চট্টগ্রাম বন্দরের নৌ ও পরিবহন বিভাগ দুইটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh