• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ১ লাখ টাকা জরিমানা

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০২০, ১৪:৫১
Semai made unhealthy environment, fined 1 lakh
হিলির স্থানীয় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আরটিভি অনলাইন

দিনাজপুরের হিলিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে দোকানে বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে তিনি জানান, স্বাস্থ্যবিধি না মেনে দোকানে বিক্রি এবং অন্য এলাকা থেকে শপিং করতে আসার অপরাধে ২০টি মামলায় ৫৬ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে একটি সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, করোনাভাইরাস মোকাবিলায় ও ঈদুল ফিতরকে সামনে রেখে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
চুয়াডাঙ্গায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৮৮ হাজার টাকা জরিমানা
X
Fresh