• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০২০, ১২:২২
The accused in the murder case in Brahmanbaria
প্রতিকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মাহবুব হাসান বাবু হত্যা মামলার প্রধান আসামি মো. সুজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে।

গতকাল রোববার পূর্ববিরোধে বাবুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এরপর পুলিশ এ ঘটনায় জড়িত চারজনকে আটক করে। তাদের একজন সুজন ওইদিন দিনগত রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

পুলিশ জানায়, সুজনসহ ওই হত্যা মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তারের পর সুজনকে নিয়ে অজ্ঞাত আসামি ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধারে অভিযানে নামে পুলিশ। সোমবার রাত সোয়া দুইটার দিকে

আহত অবস্থায় বাঞ্ছারামপুর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী জানান, সুজন হত্যা, চুরি এবং ডাকাতিতে জড়িত ছিলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করার কথা জানান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh