• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জামালপুরে একজন চিকিৎসকসহ ১১জন আক্রান্ত

জামালপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০২০, ১১:১০
Corona physician infected
ছবি সংগৃহীত

জামালপুরে নতুন করে একজন ডাক্তারসহ আরও ১১ জনের শরীরে করোনারভাইরাস পরীক্ষার রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৭জন।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, জামালপুরে করোনাভাইরাসে আক্রান্ত ১১জনের মধ্যে মেলান্দহ উপজেলায় পাঁচ জন, সদর উপজেলায় তিনজন, সরিষাবাড়ী উপজেলায় দুই জন ও বকশীগঞ্জ উপজেলায় একজন রয়েছে।

মেলান্দহ উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজনের মধ্যে আদিপৈত গ্রামের ৫৭ বছর বয়সী একজন পল্লী চিকিৎসক, ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন ওষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন কর্মকর্তা, সে মেলান্দহ উপজেলার নাগের পাড়া গ্রামে বসবাস করেন। অপরদিকে নয়ানগর ইউনিয়নের দাগী কমিউনিটি ক্লিনিকের ৩৫ বছর বয়সী এক সিএইচসিপি। মেলান্দহ হাসপাতালের ২৮ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক কর্মচারী। বন্ধরৌহা কমিউনিটি ক্লিনিকের নারী সিএইচসিপির সাত বছর বয়সী শিশু কন্যা রয়েছে।

জামালপুর সদর উপজেলার করানাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজের এক সহকারী অধ্যাপক। শহরের কাচারীপাড়া ফকিরবাড়ি এলাকার বাসিন্দা মেডিকেল রোডের এক মোবাইল দোকানের ২৯ বছর বয়সী টেকনিশিয়ান। জামালপুরের সীমান্তবর্তী শেরপুরে বলাইয়ের চর গ্রামের বাসিন্দা ৪৩ বছর বয়সী এক পুলিশ সদস্য যিনি জামালপুর সদরে নমুনা জমা দিয়েছিলেন তার শরীরে করোনাভাইরাসের রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি ঢাকায় কর্মরত রয়েছেন।

সরিষাবাড়ি উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত দুই জনের মধ্যে সরিষাবাড়ি হাসপাতাল এলাকার প্রগ্রেসিভ ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ৫৫ বছর বয়সী একজন। তার বাড়ি বলারদিয়ার গ্রামে। অপরজন ওই প্রতিষ্ঠানের ২৪ বছর বয়সী কর্মচারী। তার বাড়ি ধানাটা এলাকায়।

অপরদিকে বকশীগঞ্জ উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত একজন ৬০বছর বয়সী সারমারা ইউনিয়নের গোপালপুর গ্রামের। জেলায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৭জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন, মারা গেছে তিনজন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
২৪ ঘণ্টা রোগী দেখবেন না চট্টগ্রামের চিকিৎসকরা 
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
টেকনাফে সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ যাত্রীকে অপহরণ 
X
Fresh