• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বরগুনায় চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

আরটিভি অনলাইন রিপোর্ট, বরগুনা

  ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩৭

অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বরগুনায় চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। এ ধর্মঘটে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সকাল থেকে বরগুনার বাস মালিক ও শ্রমিক সমিতির আহ্বানে এ ধর্মঘট চলছে।

এর আগে বুধবার বরগুনার সব রুটে ও বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ভাড়ায়চালিত মোটরসাইকেল, থ্রি হুইলার ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বরগুনার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কসহ বরগুনার সব রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বরগুনা থেকে কোনও ধরনের ঢাকাগামী পরিবহনও চলাচল করছে না।

বাস মালিক-শ্রমিক সমিতির নেতারা জানান, ১৩ ফেব্রুয়ারি মহাসড়কে যান চলাচল নিয়ে মাহেন্দ্র, অটোরিকশা শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এসময় মাহেন্দ্র, অটোরিকশা শ্রমিকরা চারটি বাস ভাঙচুর করেন। বাস শ্রমিকরা এতে বাধা দিতে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ জন শ্রমিককে আটক করে। একই ঘটনাকে কেন্দ্র করে আমতলীতেও একটি বাসে আগুন দেয় মাহেন্দ্র-অটোরিকশা শ্রমিকরা।

তারা আরো জানান, বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ভাড়ায়চালিত থ্রি হুইলারসহ সব অবৈধ যানচলাচল বন্ধ করাসহ আটক বাস মালিক-শ্রমিকদের মুক্তি এবং পুলিশের মামলা প্রত্যাহার না করা পর্যন্ত মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh