• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মুন্সীগঞ্জের ডিসি করোনা আক্রান্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ মে ২০২০, ২১:৫৬
coronavirus affected DC
ডিসি মো. মনিরুজ্জামান তালুকদার। ফাইল ছবি

মুন্সীগঞ্জে নতুন করে জেলা প্রশাসক, স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের এক চিকিৎসকসহ ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে মুন্সীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯৯ জনে।

রোববার (১৭ মে) বিকেলে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ নতুন শনাক্তের মধ্যে সদর উপজেলায় ১২ জন, টঙ্গীবাড়িতে ৫ জন, সিরাজদিখানে ৫ জন শ্রীনগরে ৩ জন, গজারিয়ায় ৬ জন ও লৌহজংয়ে ৩ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, আজ দুপুরের পর ঢাকার নিপসম থেকে আসা ২৩৪টি রিপোর্টের মধ্যে ৩৭টি রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে ৩৪ নতুন আক্রান্ত এবং বাকী তিনজন জনের রিপোর্ট ফলোআপ। নতুন ৩৪ জন নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৩৯৯ জনের।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় জানান, আজ রিপোর্টে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) এস এম শফিক- এর করোনা পজিটিভ এসেছে। তারা দু’জনই তাদের সরকারি বাসভবনে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে।

এর আগে বুধবার (১৩ মে) করোনা পজিটিভ আসে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) খান মো. নাজমুস শোয়েবের করোনা পজিটিভ আসে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ডিএমপির এডিসি ও এসি পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, যা বললেন মিশা-ডিপজল
সাংবাদিক-শিল্পীদের মারামারি, যা ঘটেছিল এফডিসিতে
X
Fresh