• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নির্দেশনা অমান্য করে নৌকায় যাত্রী পারাপার, ৩ মাঝিকে জরিমানা

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ১৭ মে ২০২০, ২১:০৭
Passengers crossing boat violation instructions, 3 boatmen fined
ভ্রাম্যমাণ আদালত তিন মাঝিকে জরিমানা করেন। ছবি: আরটিভি অনলাইন

নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী পারাপারের দায়ে মানিকগঞ্জে তিন নৌকার মালিককে জরিমানা করা হয়েছে।

আজ রোববার (১৭ মে) বিকেলে যাত্রী পারাপারের সময় হাতে নাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, শিবালয় উপজেলার আরিচা ঘাট দিয়ে যমুনা নদীতে লঞ্চ এবং স্পীড বোটে যাত্রী পারাপার বন্ধ আছে। কিন্তু লোকচক্ষুর আড়ালে নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিনচালিত নৌকায় একশ্রেণীর অসাধু মাঝি এবং নৌকার মালিক যাত্রী পারাপার করছিলেন।

এ কারণে আজ বিকেলে তিনি যমুনা নদীর আরিচা ঘাট এলাকায় অভিযানে নামেন। অভিযানকালে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী পারাপারের সময় নৌকার ৩ মাঝিকে হাতেনাতে আটক এবং তাদের প্রত্যেককে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নৌকার ৩ মাঝির বাড়ি পাবনা জেলার বেড়া এলাকায়। তারা পাবনার বেড়া থেকে মানিকগঞ্জের আরিচা ঘাটে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী পারাপার করে থাকেন বলে জানান তিনি।

অভিযানে শিবালয় থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন জানিয়ে তিনি আরও বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh