• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে চিকিৎসকের করোনা শনাক্ত

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ মে ২০২০, ১৭:১২
Newly joined Dr. Sampa Roy has been diagnosed with coronavirus
নড়াইল

নড়াইলে ১২০ শয্যা বিশিষ্ট করোনাভাইরাসের জন্য ডেডিকেটেড হাসপাতালে সদ্য যোগদান করা ডা. সম্পা রায় করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৮ চিকিৎসকসহ ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

তারা জানায়, গত ২৪ ঘণ্টায় ৩ জনের করোনা রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ২ জনের রিপোর্ট নেগেটিভ হলেও ওই চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, করোনা আক্রান্তদের মধ্যে ৭ চিকিৎসকসহ ১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।আর এক চিকিৎসকসহ ২ জন হোম আইসোলেশনে রয়েছেন এবং বিশ্বজিত রায় চৌধুরী নামের এক ব্যক্তি মারা গেছেন।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আ.ফ.ম মশিউর রহমান বাবু জানান, গত ১২ মে নড়াইলের ১২০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ১১জন চিকিৎসক যোগদান করেন। ওই দিনই সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা পাঠানো হয়।

এর মধ্যে ডা. সম্পা রায়ের করোনা শনাক্ত হয়েছে। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। ডা. সম্পা রায় ঢাকা থেকে নড়াইলে এসে যোগদান করেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু মারা যাওয়ায় চিকিৎসককে আইসিইউতে পাঠালেন স্বজনরা
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন 
ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার সেই চিকিৎসক বাবার মৃত্যু
এপ্রিল থেকে ইন্টার্ন চিকিৎসকরা ২০ হাজার টাকা ভাতা পাবেন
X
Fresh