• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় তিনদিন পর নতুন করে ২ জন করোনা রোগী শনাক্ত 

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ মে ২০২০, ১৫:১৫
কুষ্টিয়ায় তিনদিন পর নতুন করে ২ জন করোনা রোগী শনাক্ত 

কুষ্টিয়ায় টানা তিন দিন পর নতুন করে দুজনের যুবকের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে কুষ্টিয়ায় এ পর্যন্ত ২৪ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হলো। আক্রান্তদের বেশিরভাগই ঢাকা-নারায়ণগঞ্জসহ জেলার বাইরে থেকে আসা মানুষ।

জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে ৬০ নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৫৮টি নেগেটিভ ও দুটিতে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্ত দুজনের একজন দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে ও অপরজন কুষ্টিয়া সদরের জুগিয়ার বাসিন্দা। এদের বাড়ি ও এলাকা ইতোমধ্যেই লকডাউন করে দেয়া হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, জেলার ছয় উপজেলার মধ্যে দৌলতপুরেই আক্রান্তের সংখ্যা বেশি ১০ জন। এখন পর্যন্ত জেলাজুড়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১৮ জন রোগী। বাকী আক্রান্ত চার জন বাড়িতে ও দুইজন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। তারা ভালো আছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh