• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ মে ২০২০, ১৪:৪৭
Coronavirus simtoms died woman
সাতক্ষীরা

করোনা উপসর্গ নিয়ে আজ রোববার ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম তানজিরা খাতুন (৫২)। তিনি সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নুর ইসলামের স্ত্রী।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৪ দিন আগে ওই নারী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে তার মৃত্যু হয়।

সিভিল সার্জনের বরাত দিয়ে ডা. জয়ন্ত সরকার জানান, ওই নারী মেডিকেলে ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি। তবে তার রিপোর্ট নেয়ার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, রিপোর্ট পাওয়ার পর তার বাড়ি লকডাউনসহ পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, এ নিয়ে সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৭ জনের মৃত্যু হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh