• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ১৭ মে ২০২০, ১৪:৩৮
Coronavirus simtoms died
পটুয়াখালী

পটুয়াখালীর কুয়াকটার মহিপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ষাটোর্ধ এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির বাড়ির আশপাশের ৪০টি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, মৃত ওই পল্লী চিকিৎসক সম্প্রতি পিরোজপুরের মঠবাড়িয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাড়ি ফিরে আসেন।

এ খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লার তত্ত্বাবধায়নে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয় এবং সেখানে থাকা অবস্থায় ১০ দিনের দিনে তার মৃত্যু হয়। এ ঘটনায় মৃত পল্লী চিকিৎসকসহ তার সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হচ্ছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, মৃত ব্যক্তিকে কোভিড-১৯ এর নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে এবং তার ও তার সংস্পর্শে যাওয়া লোকজনদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh