• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আজ থেকে নওগাঁয় শপিংমলসহ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ মে ২০২০, ০৮:৩৭
Business establishments including Naogaon shopping mall announced closure from today
নওগাঁ

সামাজিক দূরত্ব না মানায় আজ রোববার (১৭ মে) থেকে নওগাঁয় শপিংমলসহ সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শনিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকারের বেধে দেয়া শর্তগুলো পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু গেল কয়েকদিনে বাজার ও শপিংমলগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায় বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রেতা বিক্রেতা নূন্যতম ৯০ ভাগ সরকার বেধে দেয়া নিয়ম মানছে না। তাই নওগাঁ জেলাবাসীর স্বাস্থ্যসুরক্ষা ও মৃত্যুঝুঁকির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে রবিবার (১৭ মে) থেকে সকল ধরনের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ও কাঁচাবাজার এবং ওষুধের দোকানসহ জরুরি পরিষেবা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানানো হয় গণবিজ্ঞপ্তিতে।