• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঘোড়াঘাটে আরও ৭ জন করোনায় আক্রান্ত

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০২০, ২০:৩৮
Coronavirus
ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ঘোড়াঘাট উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

শনিবার (১৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর নেওয়াজ আহমেদ।

তিনি জানান, আজ দুপুরে দিনাজপুর মেডিকেল থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী ঘোড়াঘাট উপজেলায় নতুন করে ৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নিজ বাড়িতে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী তাদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হবে।

করোনায় আক্রান্ত ব্যক্তিরা হলেন, উপজেলার ১নং বুলাকীপুর ইউপি'র হরিপাড়া আর্দশগ্রামের রিপন বাবু (২৬), ও শাহিনুর (২৭), ১নং বুলাকীপুর ইউপি'র রঘুনাথপুর গ্রামের সালেহা বেগম (৫০), ২নং ইউপি'র পশ্চিম পালশার মুশফিক (১৮), রিপন (২৪), মরিয়ম (১৯) এবং ২নং পালশা ইউপি'র চৌড়িয়া গ্রামের সুমন (৩৪)।

এদিকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তারসহ আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিয়েছি। ইতিমধ্যে আক্রান্তদের বাড়িসহ মোট ১৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা রুমি
X
Fresh