• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০২০, ১৮:৪৮
He died at Kurmitola Hospital in Dhaka
ছবি সংগৃহীত

মানিকগঞ্জের হরিরারমপুর উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

সাবিনা ইয়াসমিন জানান, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ওই নারী গেল আট মে শ্বাসকষ্টসহ শারীরিক সমস্যার কারণে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়। পরের দিন পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এর পর তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ১০ মে ওই নারীর বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন একই দিন পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। ১৩ মে পরীক্ষায় তাদের সবার করোনা নেগেটিভ আসে।

ওই নারীর দেবর মিজানুর রহমান বলেন, করোনা পজিটিভ আসায় তার ভাবীকে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) দুপুর দুইটার দিকে তিনি মারা যান।

স্বাস্থ্যবিধি ও ধর্মীয় বিধিবিধান মেনেই মৃত দেহ দাফনে ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী হাজতিকে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জন বদলি
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
X
Fresh