• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীতে একদিনে ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০২০, ১৭:০০
Almost everyone identified was suffering from fever and cough
ছবি সংগৃহীত

নোয়াখালীতে একদিনে ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৯ জন। শনিবার সকাল ১০টায় দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।

তিনি বলেন, গেল ১৪ ও ১৫ মে তাদের শরীরে নমুনা সংগ্রহ করি পরে ১৫ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১১ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৯৪ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাসেবা নিচ্ছেন। ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন । তিনজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনাভাইরাস পজিটিভ আসে। আক্রান্তের মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ৬১ জন, সদরে ১৬ জন, সোনাইমুড়ীতে ১১ জন, চাটখিলে ১১ জন, কবিরহাটে ১২ জন, হাতিয়া পাঁচজন, কোম্পানীগঞ্জে একজন, সুবর্ণচরে একজন ও সেনবাগে একজন ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
মেলার চাঁদা নিয়ে বিরোধ, মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
X
Fresh