• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যশোরে চিকিৎসক ও নার্সসহ ১১ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০২০, ১৬:৪৫
Including doctors and nurses
যশোর

যশোরে চিকিৎসক ও নার্সসহ নতুন করে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০ জনে।

আজ শনিবার যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে শুক্রবার ৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭টি নমুনার ফলাফল পজিটিভ আসে। তার মধ্যে ৬ জন আগেই করোনা পজিটিভ ছিলেন।

নতুন আক্রান্তদের মধ্যে তিন চিকিৎসক, দু’জন নার্স ও একজন সাবেক ব্যাংক কর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে মা ও শিশু কেন্দ্রের একজন গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার, যশোর মেডিকেল কলেজের একজন ইন্টার্ন ডাক্তার ও সিনিয়র স্টাফ নার্স রয়েছেন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, জেলায় ৫০ জন করোনা আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়েছেন। এরমধ্যে যে সব রোগী হাসপাতালে ছিলো তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
যশোরে তীব্র তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন
যশোর অঞ্চলে তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি
যশোর কারাগারে কয়েদির মৃত্যু
X
Fresh