• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মানিকগঞ্জে নারীসহ আরও আটজন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০২০, ১৬:৩২
Civil Surgeon on Saturday afternoon. Anwarul Amin Akhand has confirmed this information
ফাইল ছবি

মানিকগঞ্জে এক নারীসহ আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৪০জন। এদের মধ্যে মধ্যে সাটুরিয়া উপজেলায় পাঁচজন এবং ঘিওর উপজেলার এক নারীসহ তিনজন।

শনিবার বিকেলে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত সবার বাড়ি লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হবে।

সিভিল সার্জন জানান, গেল ২৪ ঘণ্টায় ১১৪টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে আটজনের করোনা পজিটিভ আসে। এ পর্যন্ত জেলায় মোট ১৩২৪ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১২০০ টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। মোট আক্রান্ত ৪০জনের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে নিজ বাড়িতে আছেন এবং অন্য ১৫ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ২১৮০ জন ব্যক্তিকে কোয়ারেন্টিনে ছিলেন। বর্তমানে আছেন ১০৭জন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
ডিজিটাল সুরক্ষা প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ
পাথরঘাটায় শূকরের কামড়ে নারীসহ আহত ৫
সুন্দরী প্রতিযোগিতায় প্রথম সৌদি নারী রুমি
X
Fresh