• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আদমজী টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে দরিদ্রদের খাদ্য সহায়তা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০২০, ১৫:৪৯
Food assistance poor Siddhirganj initiative Adamji Teachers Association
আদমজী টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে দরিদ্রদের খাদ্য সহায়তা প্রদান করা হয়। ছবি: আরটিভি অনলাইন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনাভাইরাসের কারণে অসহায় কর্মহীন হতদরিদ্র ১৫০টি পরিবারকে ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা দিলো আদমজী টিচার্স অ্যাসোসিয়েশন নামের শিক্ষকদের একটি সংগঠন।

আজ শনিবার সকালে সিদ্ধিরগঞ্জস্থ সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের মাঠ প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল ও ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, আধা কেজি লবণ, আধা কেজি সেমাই, ১ লিটার সয়াবিন তেল, আধা লিটার দুধ এবং ১টি ডেটল সাবান।

জানা যায়, শিক্ষকদের এই সংগঠন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনা আক্রান্ত মানুষদের পাশেও দাঁড়িয়েছে। তারা বিভিন্ন সময়ে তাদের আর্থিক সহায়তা এবং কেউ আক্রান্ত হয়ে মারা গেলে তার দাফন-কাফনের ব্যবস্থাও করছে তারা। একই সঙ্গে সংগঠনটি মসজিদে মসজিদে জীবাণুনাশক স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে।

এবিষয়ে সংগঠনটির শিক্ষকরা জানিয়েছেন, তারা করোনার এই দুর্দিনে নিম্ন-আয়ের মানুষদের সহযোগিতার উদ্দেশ্যে এই সংগঠনটি গড়ে তুলেছে। তাদের আশা পরবর্তীতে এমন সামাজিক কর্মকাণ্ড দেশব্যাপী গতিশীল হবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলেদের খাদ্য সহায়তা বাড়ানোর দাবি সমাজকল্যাণমন্ত্রীর
X
Fresh