• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরে চিকিৎসকসহ আরও দুই জনের করোনাভাইরাস শনাক্ত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০২০, ১২:৫৯
Corona Doctor Faridpur
ছবি সংগৃহীত

ফরিদপুরে একজন চিকিৎসকসহ আরও দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের (ফমেক) পিসিআর ল্যাব সূত্রে গতকাল শুক্রবার বিকেলে এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় ৪৯ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হলো।

ফমেকের পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার এখানে ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ফরিদপুরের ৭৫ এবং গোপালগঞ্জের ৮২ জন। গতকালের পরীক্ষায় নতুন করে মোট সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার যে দুইজনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসক। তার বয়স ২৫। অপরজন বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের একটি গ্রামের ৪৫ বছর বয়সী এক পুরুষ।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, ফরিদপুর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে গোপালগঞ্জের ২৮ বছর বয়সী এক নারী। তার নমুনা ফরিদপুর থেকে সংগ্রহ করা হয়েছিল।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
শিল্পপতির সংসার ছাড়তে গরিবের মেয়ের সংবাদ সম্মেলন
X
Fresh