• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় করোনা মাঝে ডেঙ্গু আতঙ্ক

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০২০, ১২:৩৭
Corona monsoon mosquitoes
ছবি সংগৃহীত

কুমিল্লায় করেনাভাইরাস মহামারির মধ্যেই নগরবাসীর মধ্যে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে নগরবাসী দিন-রাত মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে নগর কর্তৃপক্ষ বলছে করোনাভাইরাস পরিস্থিতিতে মশার উপদ্রবসহ ডেঙ্গু মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

বর্ষাকাল যতই এগিয়ে আসছে ততই বাড়ছে মশার উপদ্রপ। এতে কুমিল্লা শহরের বাসিন্দারা করোনার পাশাপাশি মশার উপদ্রপে ডেঙ্গু আতঙ্কে আতঙ্কিত। অপরিকল্পিত ও অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা, যত্রতত্র ময়নার স্তূপ, আর জমে থাকা পানির কারণে বংশ বিস্তার করছে এডিশ মশাসহ অন্যান্য মশা।

করোনা মহামারির মধ্যে ডেঙ্গুর প্রকোপ শুরু হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে এমন আশঙ্কা স্থানীয়দের। তাই এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তাদের।

তবে নগর মেয়র বলছে এই মধ্যে প্রতিটি ওয়ার্ডে শুরু হয়েছে মশা নিধনে ওষুধ ছিটানো। ২৭টি ওয়ার্ডে মশক নিধনে কাজ চলছে বলেও তিনি জানান।

স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু রোগীদের জন্য রয়েছে চিকিৎসার ব্যবস্থা।

করোনার মধ্যেই ডেঙ্গু আক্রান্ত শুরু হলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে মত সচেতন মহলের। তাই দ্রুত এডিস মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দাবি তাদের।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
ডিএনসিসি এলাকায় মশা নিধন ক্যাম্পেইন ২২ এপ্রিল
X
Fresh