• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাঙামাটিতে বিনামূল্যে এক মিনিটের বাজার

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০২০, ১২:২৪
A one-minute market at Hassan Bin Launched in Rangamati and T Initiative of T Army
ছবি সংগৃহীত

রাঙামাটিতে চালু হলো সেনাবাহিনী উদ্যোগে এক মিনিটের বাজার। মাত্র এক মিনিটেই মানুষ বিনামূল্যে চালসহ নিজেদের প্রয়োজনীয় বাজার সংগ্রহ করলেন। সাধারণ মানুষও কোনও প্রকার ঝামেলা ছাড়াই বিনামূল্যে প্রয়োজনীয় পণ্য পেয়ে উচ্ছ্বসিত।
করোনায় বিপর্যস্ত নিম্নবিত্তদের হাতে প্রয়োজনীয় বাজার তুলে নিতে এবার পার্বত্য জেলা রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে চালু হয়েছে এক মিনিটের বাজার। পুরোপরি সামাজিক দূরত্ব নিশ্চিত করে গতকাল শুক্রবার সকাল ৯.৩০ মিনিটে চালু হওয়া এই বাজার ৯.৩১ মিনিটের মধ্যেই শেষ হয়। প্রবেশ পথে ছিল জীবাণুনাশক বুথ ও হাত ধোয়ার ব্যবস্থাও। এই সময়ে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় বাজার কোনও প্রকার ঝামেলা ছাড়াই সংগ্রহ করেন। যেখানে টেবিলে সাজানো ছিল চাল, আলু, ঢেঁড়স নানা ধরনের সবজি। জেলার মারী স্টেডিয়ামে সাজানো হয় পুরো বাজার। সেনাবাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পণ্য সংগ্রহ করতে আসা সাধারণ লোকজন।
গ্রামীণ অর্থনীতিকে সচল ও একইসঙ্গে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে এ আয়োজন জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান।
রাঙামাটিতে মারী স্টেডিয়ামে ২০০ পরিবারের জন্য এক মিনিটের বাজারের সুবিধা পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
X
Fresh