• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৬ মামলার আসামি নিহত

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০২০, ১১:১৩
The accused in that case was killed in a 'gunfight' with the police
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম (২২) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত যুবক দুর্ধর্ষ সন্ত্রাসী ও হত্যাসহ অর্ধডজন মামলার আসামি।

আজ শনিবার (১৬ মে) ভোরে মহেষখালীয়াপাড়া মৎস্যঘাট এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত আরিফুল ইসলাম (২২) টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, হত্যাসহ অর্ধডজনের বেশী মামলার পলাতক আসামি সন্ত্রাসী আরিফ দলবল নিয়ে মহেষখালীয়াপাড়া মৎস্যঘাট এলাকায় অবস্থানের খবরে পুলিশ অভিযানে যায়। এসময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বন্দুকযুদ্ধেও ঘটনা ঘটে। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে অস্ত্র ও গুলিসহ আরিফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
চকরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, নিহত ১
মিয়ানমারের আরও ৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, নিরাপত্তা জোরদার
X
Fresh