• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নওগাঁয় আরও ৯ জন করোনায় আক্রান্ত

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০২০, ০৯:৩৭
নওগাঁয় আরও ৯ জন করোনায় আক্রান্ত

নওগাঁয় নতুন করে আরও ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৩ জনে।

শুক্রবার (১৫ মে) জেলায় তিন ধাপে ৪৩২ টি নমুনা ফলাফলের রিপোর্টে ৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. আখতারুজ্জামান আলাল।

তিনি বলেন- নওগাঁয় এখনও পর্যন্ত ২ হাজার ৩৫টি নমুনা পাঠানো হয় ঢাকা এবং রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে। এর মধ্যে ১ হাজার ৮৩৪টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ৮৩ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্ত নতুন ৯ জনের মধ্যে ১ জন তিন বছরের কন্যা শিশু, ৪ জন পুলিশ কর্মকর্তা এবং সদস্য, ১ জন মেডিকেল অফিসারসহ ঢাকা ফেরতরা রয়েছেন।

এদিকে নওগাঁ সদর উপজেলায় নতুন করে দুই পুলিশ সদস্যসহ শহরের চকদেবপাড়ায় বসবাসরত বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসার আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন কর্মকর্তা।

তিনি জানান- আক্রান্ত সকলেই সুস্থ আছেন। তাদের সকলকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh