• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জয়পুরহাটে দুই ফার্মেসিকে লক্ষাধিক টাকা জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৫ মে ২০২০, ১৩:১৯
Joypurhat Fine Pharmacy
ছবি সংগৃহীত

জয়পুরহাটে নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরমান হোসেন এ রায় দেন।

পৌর শহরের থানার মোড়ে অবস্থিত সালমা ফার্মেসিকে ৭০ হাজার টাকা ও বাটার মোড়ে অবস্থিত বেগম মেডিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক রাজীব দাস, জয়পুরহাট সদর থানার ওসি মো. শাহরিয়ার খাঁন।

নিবার্হী ম্যাজিস্ট্রেট বরহাম হোসেন ও ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক রাজীব দাস জানান, নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ওষুধ আইন ১৯৪০ লঙ্ঘন করায় সালমা ফার্মেসিকে ৭০ হাজার টাকা এবং বেগম মেডিকেলকে ৫০হাজার টাকা করে মোট এক লাখ ২০হাজার টাকা জরিমানাসহ প্রায় ১০হাজার টাকার পেনটাডল, টাপেনটা নামক নিষিদ্ধ জাতীয় ওষুধ জব্দ করা হয়। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
X
Fresh