• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে তিন পুলিশ সদস্যসহ ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৫ মে ২০২০, ১২:১৫
Corona Police Chittagong
ছবি সংগৃহীত

চট্টগ্রামে তিন পুলিশ সদস্য, দুই চিকিৎসক ও এক সাংবাদিকসহ ৬১ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিআইটিআইডি, সিভাসু ও চমেক ল্যাবে ৪২৪ জনের নমুনা পরীক্ষায় তাদের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৫১ জন নগরের বাসিন্দা ও ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।

এ নিয়ে চট্টগ্রামে ৫৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৮৯ জন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে ৬৬টি নমুনা পরীক্ষায় ২৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সবাই চট্টগ্রাম জেলার বাসিন্দা। ২৫ জন চট্টগ্রাম মহানগরীর এবং একজন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে ২৫৭ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৯ জন চট্টগ্রামের, যার মধ্যে নগরীর ২৬ জন এবং বোয়ালখালী, রাঙ্গুনিয়া ও বাঁশখালী উপজেলার তিনজন আছেন। বাকি চারজন অন্য জেলার।

চট্টগ্রামের সিভাসু ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষায় ১৭ জনের সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছয়জন এবং বাকি ১১ জন বিভাগের অন্য জেলার।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
২৪ ঘণ্টা রোগী দেখবেন না চট্টগ্রামের চিকিৎসকরা 
X
Fresh