• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শিবচরে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে তিন দোকানিকে জরিমানা

শিবচর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৪ মে ২০২০, ১৮:৩০
The National Consumer Rights Protection Department has imposed a fine of Tk 15,000
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শিবচরের বাজারে অভিযান পরিচালনা করেন। ছবি: আরটিভি অনলাইন

মাদারীপুরের শিবচরে পৌর বাজারের তিন দোকানিকে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এর নেতৃত্বে শিবচর পৌর বাজারের মুদি দোকানি সমেন সাহাকে ৬ হাজার, মো. সামচুল আলমকে ৮ হাজার এবং ফলের দোকানদার মো. রফিকুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় শিবচর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফলুল হকসহ শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, বাজার ব্যবস্থা ঠিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
শিবচরে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের 
শিবচরে আদালতের নির্দেশে পলাতক আসামির মালামাল ক্রোক
শিবচরে ট্রেনের ধাক্কায় মাদরাসাছাত্রের মৃত্যু 
X
Fresh