• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে এক নারী চিকিৎসকসহ ৬ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ১৪ মে ২০২০, ১৬:৪৮
Manikganj Civil Surgeon. Anwarul Amin Akhand has confirmed this information
মানিকগঞ্জ

মানিকগঞ্জে নতুন করে ১ নারী চিকিৎসকসহ করোনায় আক্রান্ত হয়েছেন ৬ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৩১ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সিংগাইর উপজেলায় ১জন, মানিকগঞ্জ সদর উপজেলায় ১ জন, ঘিওর উপজেলার ২ জন, ও সাটুরিয়া উপজেলায় ২ জন।

সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, আক্রান্তদের মধ্যে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসক তার ঢাকাস্থ বাসায় আইসোলেশনে আছেন। এছাড়া অন্য ৩ উপজেলায় আক্রান্ত ৫ জনও তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

তিনি আরও জানান, আক্রান্ত সবার বাড়ি লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হবে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৫৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরমধ্যে ৬ জনের করোনা পজিটিভ আসে। এ পর্যন্ত জেলায় মোট ১১৭৮ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১১১৩ টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। মোট আক্রান্ত ৩১ জনের মধ্যে ১২ জন সুস্থ হয়ে নিজ বাড়িতে আছেন এবং অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টা রোগী দেখবেন না চট্টগ্রামের চিকিৎসকরা 
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
টেকনাফে সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ যাত্রীকে অপহরণ 
গরমে মেঝেতে ঘুমালে স্বাস্থ্যের ওপর যে প্রভাব পড়ে
X
Fresh