• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাভারে করোনায় আক্রান্ত ১১৮, সুস্থ ১৪

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মে ২০২০, ১৬:০৫
The number of corona cases in Savar is 116, 14 are healthy
ফাইল ছবি

সাভারে নতুন করে আরও ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে সাভারে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১৮ জনে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বুধবার (১৩ মে) ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। তাতে ২৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এবং বাকী ২৮ জন করোনায় পজিটিভ হয়েছে। এর ফলে সাভারে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া (১৩ মে) পর্যন্ত ৮৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

ডা. নাজমুল হুদা মিঠু বলেন, এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২২ জন। এছাড়া এখন পর্যন্ত সাভারে করোনায় মারা গেছেন ২ জন। বাকী সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
সাভারে ভাঙারির গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩
সাভারে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা
X
Fresh