• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাভারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০

সাভার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৪ মে ২০২০, ১৫:০৬
die woman
ছবি সংগৃহীত

সাভারে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে সাভারে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০ জনে।

গতকাল বুধবার বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার ৪৯ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। আজকে ৪৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি পাঁচজন করোনায় পজিটিভ। যার মধ্যে তিনজন সাভার থানা ও দুইজন আশুলিয়া থানার বাসিন্দা। এর ফলে সাভারে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া পর্যন্ত ৮৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ডা. নাজমুল হুদা মিঠু বলেন, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২২ জন। এছাড়া এখন পর্যন্ত সাভারে করোনায় মারা গেছেন দুজন। বাকি সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু
নারী হাজতিকে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জন বদলি
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
X
Fresh