• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামের এক থানার ওসিসহ ১৩ পুলিশ করোনায় আক্রান্ত

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৪ মে ২০২০, ১০:৫৯
Thirteen policemen, including the OC of a police station in Chittagong, were attacked by Corona
চট্টগ্রামের এক থানার ওসিসহ ১৩ পুলিশ করোনায় আক্রান্ত

চট্টগ্রামে সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকীসহ ১৩ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া গেল ২৪ ঘণ্টায় আরও চার চিকিৎসকসহ ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে করা নমুনা পরীক্ষায় এ সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।

সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী, চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৫১২ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ জন।

সেখ ফজলে রাব্বী জানান, বিআইটিআইডি ল্যাবে এদিন ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়, ৪৯ জনের সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ৩৮ জন এবং বাকি ১১ জন ভিন্ন জেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার ৪৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

সিভাসু ল্যাবে বুধবার মোট ৪৬ টি নমুনা পরীক্ষায় ২০ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে জানিয়ে সিভিল সার্জন বলেন, এর মধ্যে চট্টগ্রাম জেলার ১২ জন এবং বাকিরা ভিন্ন ভিন্ন জেলার।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh