• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গরম রুখতে রাতেই নামতে পারে বৃষ্টি

আরটিভি অনলাইন

  ১৩ মে ২০২০, ২০:৫৬
গরম, বৃষ্টি, আবহাওয়া
প্রতীকী ছবি।

চতুর্দিকে এখন বেশ গরম। তবে প্রশান্তি ফিরিয়ে আনতে নামতে পারে বৃষ্টি। এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

জানা যায়, আজ রাতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

খুলনা বিভাগসহ মাদারীপুর, চাঁদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অব্যাহত থাকতে পারে বলে জানা যায়।