• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে ঢাকাফেরত যুবকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ মে ২০২০, ১৯:৩৫
Coronavirus simtoms died
ফাইল ছবি

ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে ঢাকাফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম নাসির উদ্দিন।

আজ বুধবার সকালে উপজেলার ভোজপুর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

জানা যায়, গত ৮ মে র, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন নাসির উদ্দিন। এরপর আজ সকালে তিনি মারা যান। করোনার উপসর্গ থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার নমুনা সংগ্রহ করেন। এরপর স্বাস্থ্যবিধি অনুযায়ী নির্ধারিত একটি সেচ্ছাসেবী টিম তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করেন।

নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিউলী পারভীন বলেন, টাইফয়েডের কারণে হার্ট-অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তিনি বাড়িতে আসার আগে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

তিনি আরও জানান, তার শরীরে করোনার কোনও উপসর্গ ছিল না। তবে, স্থানীয়দের অনুরোধে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
নোয়াখালীতে ‘হিটস্ট্রোকে’ শিক্ষার্থীর মৃত্যু
X
Fresh