• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নড়াইলে তাণ্ডব চালিয়ে ১৫টি বাড়ি ভাংচুর

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ মে ২০২০, ১৫:৪১
নড়াইল ভাংচুর বাড়ি
ফাইল ছবি

আধিপত্য বিস্তার নিয়ে ভয়াবহ তাণ্ডব চালিয়ে নড়াইলে অন্তত ১৫টি বাড়ি-ঘরে ব্যাপক লুটপাট ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষ।

গেল সোমবার দিনগত রাতে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ছায়মানারচরে প্রতিপক্ষরা তাণ্ডব চালিয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এ সময় প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর জখম হযেছেন।

বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত নড়াইল প্রতিনিধি মোস্তফা কামাল এর তথ্য চিত্রে।

পুলিশ ক্ষতিগ্রস্তরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছায়মানারচর গ্রামের মুসা মেম্বর পক্ষ বুলবুল মাস্টার পক্ষের মধ্যে অনেকদিন যাবত বিরোধ চলে আসছিল। করোনার প্রকোপে কাজ হারিয়ে দেশের বিভিন্ন এলাকায় থাকা বুলবুল মাষ্টার পক্ষের লোকজন গ্রামে ফিরে আসে।

এতে তারা দলে ভারি হয়ে নিজেদের শক্তির জানান দিতেই সোমবার রাত সাড়ে নয়টার দিকে মুসা মেম্বারের পক্ষের লোকজনকে মারপিট বাড়িঘর ভাংচুর চালায়। সময় নারি-পুরুষ নির্বিশেষে পালিয়ে রক্ষা পেলেও তাদের ফেলে যাওয়া বাড়িঘরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো হয়।

বুলবুলের নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র সজ্জিত শতাধিক দুর্বৃত্ত ঘণ্টাব্যাপী তাণ্ডবে অন্তত ১০টি পরিবারের ২০টির অধিক বাড়িঘর স্থাপনা তছনছ, লণ্ডভণ্ড করে তাদের সর্বস্ব ছিনিযে নেয়া হয়। সময় তিনজনকে কুপিয়ে জখম করে। তাদের একজনকে খুলনা মেডিকেলে দুইজনকে নড়াইল সদর হাসপাতালে চিকৎসা দেয়া হচ্ছে। ভুক্তভোগীরা বর্বোরচিত ঘটনার বিচার দাবি করছেন। ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৫ এপ্রিল নড়াইলে শুরু হবে ‘সুলতান মেলা’
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে ৩৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদরাসাছাত্র, একদিন পর মরদেহ উদ্ধার
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
X
Fresh