• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দোহারে পদ্মায় অভিযান, বালু ব্যবসায়ীকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার, ঢাকা দক্ষিণ, আরটিভি অনলাইন

  ১৩ মে ২০২০, ১২:২১
Balu river Dohar
দোহারের পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু

ঢাকার দোহারে পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক বালু ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র দোহার থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, পদ্মা নদীতে বালু উত্তোলনের খবর পেয়ে মঙ্গলবার বিকেলে অভিযান চালানো হয়। এ সময় নদীর মধুরচর অংশে অবৈধভাবে বালু কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারায় বালু উত্তোলনকারী চঞ্চল মোল্লা নামে একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। একইসঙ্গে ভবিষ্যতে বালু উত্তোলনের কাজে সম্পৃক্ত না হতে তাকে সতর্ক করা হয়।

জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দোহারবাসীর স্বার্থ রক্ষায় সালমান এফ রহমান এমপির উদ্যোগে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মিত হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে ভবিষ্যতে এ বাঁধ ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে। কাজেই দোহারবাসীর স্বার্থে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নরসিংদীতে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ, নিহত ১ 
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের সূচনা
ফেনীতে বালুভর্তি ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৬
ফেনীতে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২
X
Fresh