logo
  • ঢাকা সোমবার, ০১ জুন ২০২০, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৪০ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৪৫ জন, সুস্থ ৪০৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

আত্রাইয়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ১৩ মে ২০২০, ০৮:৪৮ | আপডেট : ১৩ মে ২০২০, ০৯:০৭
Death big brother
ফাইল ছবি
নওগাঁর আত্রাইয়ে আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল রহমান (৫৫) উপজেলার পতিসর গ্রামের বাসিন্দা। তার ছোট ভাইয়ের নাম ফরিদ (৪০)।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল ১১ মে বিকেলে জমির ধান ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়।

এর একপর্যায়ে ছোট ভাই ফরিদ লাঠি দিয়ে তার বড় ভাই আব্দুল রহমানের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি।

এরপর পরিবারের লোকজন আব্দুল রহমানকে প্রথমে আত্রাই উপজেলা হাসপাতালে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনার পর নিহতের ছোট ভাই ফরিদকে আটক করে পুলিশ। ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৭১৫৩ ৯৭৮১ ৬৫০
বিশ্ব ৬২৬৩৯১১ ২৮৪৬৭১৩ ৩৭৩৮৯৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়