• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হালদায় ৫২ কেজি ওজনের ডলফিন হত্যা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

  ০৮ মে ২০২০, ২১:১৩
Dolphins weighing 52 kg killed Halda
মৃত ডলফিনের ছবি

ভরা মৌসুমে চট্টগ্রামের হালদা নদীর পাড় থেকে ৫২ কেজি ওজনের একটি কাটা ডলফিন উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকার ছায়ারচর থেকে ৫ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যের এই ডলফিন উদ্ধার করা হয়।

আজ সকালের দিকে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আইডিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত ডলফিনটি উদ্ধার করে গড়দুয়ারা এলাকায় নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষার পর সেটি মাটি চাপা দেয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া জানান, উদ্ধার করা ডলফিনের মাথা বরাবর আড়াআড়িভাবে এবং ঘাড় থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য বরাবর কাটা।

‘ধারণা করা হচ্ছে, জেলেরা জাল ফেলে ডলফিনটি নদী থেকে ধরে ডাঙায় আনে। লোকজন দেখে ফেলায় ডলফিনের চর্বি শরীর থেকে কেটে নিয়ে তারা পালিয়ে যায়।’

তিনি বলেন, এর আগে হালদা নদী থেকে ভাসমান অবস্থায় ২৩টি মরা ডলফিন উদ্ধার করা হয়েছে। কোনোটিকে এভাবে কেটে হত্যা করা হয়নি। ডলফিন নদী থেকে ধরে কেটে হত্যা করা এই প্রথম।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিষেককে গোপনে বিয়ে, আত্মহত্যা করতে গিয়েছিলেন জাহ্নবী
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
X
Fresh