• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কেরানীগঞ্জে চিকিৎসহ করোনাভাইরাসে আক্রান্ত ২০

কেরানীগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ মে ২০২০, ১১:০৮
করোনা আক্রান্ত ঢাকা
ছবি সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎিসা কর্মকর্তাসহ ২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

নিয়ে কেরানীগঞ্জে করোনায় আকান্তের সংখ্যা ২৬২ জনে দাঁড়িয়েছে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তিন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীসহ কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের তিনজন, শুভাঢ্যা ইউনিয়নে চারজন, তেঘরিয়ার ইউনিয়নে আটজনসহ ২০ জন শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গেল বুধবার তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরা নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষার ফলে করোনা পজিটিভ পাওয়া গেছে।

বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসাইন বলেন, বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গেল বুধবার স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাস শনাক্তকরণের জন্য তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh