• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জামালপুরে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ মে ২০২০, ২০:২১
জামালপুরে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
জামালপুর

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে আব্দুল মান্নান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

উপজেলার সাতানিপাড়া এলাকায় গতকাল বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। মান্নান বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের মৃত নাদের হোসেনের ছেলে।

জানা যায়, গত কয়েকদিন ধরে ভারতে থেকে আসা ৩০ থেকে ৩৫টি হাতি বাংলাদেশের ভেতরে ঢুকে কৃষকের ধান নষ্ট করে ফেলে। এর ধারাবাহিকতায় হাতিগুলো গতকাল বুধবার রাতে সাতানিপাড়া, বালুরচর ও যদুর চর এলাকায় ধান খেতে আসে। বন্যহাতির হাত থেকে ধান খেত রক্ষা করতে এলাকার কৃষকরা বিভিন্ন কৌশলে তা পাহাড়া দেয়। ওই দিন সাতানিপাড়া গ্রামে আব্দুল মান্নান (৫০) অন্য কৃষকের ন্যায় তার ধান খেত পাহাড়া দিচ্ছিলেন।

এ সময় একটি বন্যহাতি কৃষক আবদুল মান্নানকে আক্রমণ করলে হাতির পায়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকাবাসী নিহত আব্দুল মান্নানের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ২ কৃষকের
গাজায় আক্রমণের সময় মানবাধিকার কোথায় থাকে: প্রধানমন্ত্রী
ফসল রক্ষা করতে গিয়ে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু   
সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
X
Fresh