• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় দুই দিনে করোনায় আক্রান্ত ৩৬ জন

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ মে ২০২০, ০৮:২৪
নওগাঁয় দুই দিনে করোনায় আক্রান্ত ৩৬

গেলো দুই দিনে নওগাঁ জেলায় ২৪৯টি নমুনার ফলাফলে ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই নার্স এবং ঢাকা নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তি রয়েছেন।

৫ মে এবং ৬ মে ঢাকা আইইডিসিআর এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে প্রেরণ করা দুই দিনের রিপোর্টে রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁ জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. আখতারুজ্জামান আলাল।

তিনি বলেন- ৫ মে তে তিন ধাপে ১২৫টি রিপোর্টে ৩২ জন এবং ০৬ মে ১২৪টির রিপোর্টে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে। আক্রান্তদের মধ্যে নিয়ামতপুর উপজেলা, পোরশা উপজেলা, সাপাহার উপজেলার, মহাদেবপুর, বদলগাছী, মান্দা, আত্রাই, রানীনগর, ধামুরহাট ও পত্নীতলা উপজেলার বাসিন্দা। এদের মধ্যে বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত বলে জানান তিনি।

করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শারীরিক অবস্থা দেখে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন কর্মকর্তা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh